স্বপ্ন-জয়-রথ
গুণী মানুষ মারা যাচ্ছে করোনা ভাইরাসে,
করোনায় মৃত্যু হলে মানুষ না থাকে পাশে।
নায়িকা-অভিনেতা গেল, গেল জাতীয় নেতা,
না মেনে স্বাস্থ্যবিধি, এ যুদ্ধে যাবে না জেতা।
এ এক বিরাট যুদ্ধ, শক্রুকে যায় না দেখা,
মর্মান্তিক মৃত্যুগুলো আঁকে হৃদয়ে রেখা।
হে বিধাতা, তুমি জান, এ যুদ্ধের শেষ কবে,
মানবকুল এ পৃথিবীতে কেমনে টিকে রবে?
তারপরেও ধৈর্য্য ধরে চলতে হবে পথ,
জীবন যুদ্ধে থাকতে হবে স্বপ্ন-জয়-রথ।
১৮।৪।২১
করোনায় মৃত্যু হলে মানুষ না থাকে পাশে।
নায়িকা-অভিনেতা গেল, গেল জাতীয় নেতা,
না মেনে স্বাস্থ্যবিধি, এ যুদ্ধে যাবে না জেতা।
এ এক বিরাট যুদ্ধ, শক্রুকে যায় না দেখা,
মর্মান্তিক মৃত্যুগুলো আঁকে হৃদয়ে রেখা।
হে বিধাতা, তুমি জান, এ যুদ্ধের শেষ কবে,
মানবকুল এ পৃথিবীতে কেমনে টিকে রবে?
তারপরেও ধৈর্য্য ধরে চলতে হবে পথ,
জীবন যুদ্ধে থাকতে হবে স্বপ্ন-জয়-রথ।
১৮।৪।২১
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২১/০৪/২০২১beautiful...
-
মাহতাব বাঙ্গালী ১৯/০৪/২০২১Yes, this is transient life; in this temporary time we have a lot of duties and works, but death leaves none alone; we have to die one day; after all these, we need to inner power to live and help others though in the walking path of this life many seen and unseen killers come. Beautiful poem penned
-
ফয়জুল মহী ১৮/০৪/২০২১Excellent