আগে কি সুন্দর দিন কাটাইতাম (৫০)
দেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে সবাইকের জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। স্বাধীনতার ৫০ বছরে ৫০তম পর্ব লিখতে পেরে আমি খুবই খুশি। ৫০ বছর একটি জাতির জন্য দীর্ঘ সময়। আমাদের যতদূর যাওয়ার কথা ততদূর হয়তোবা যেতে পারিনি। তবে দেশ এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে। এই উন্নয়ন ধারা কেউ ব্যহত করতে পারবে না।
এবার আগের দিনের কথায় আসি। আমরা বাসে কোথাও যাওয়ার পথে বাসে বয়স্ক মানুষ বা নারীদের দেখলে তাদের জন্য সীট ছেড়ে দিতাম। নিজেরা দাড়িয়ে যেতাম। শিক্ষকদের দেখলে বাসের সীট ছেড়ে দিতাম। এখন আর এই চিত্র দেখা যায় না। এখন যুকব বয়সের মানুষ এই কাজ করে না। তারা পারলে নারীদের জন্য সংরক্ষিত সীটে আরাম করে বসে থাকে। এভাবে চলতে থাকলে আমরা একদিন সবকিছু হারিয়ে ফেলবো।
-স্বপন রোজারিও (মাইকেল)
এবার আগের দিনের কথায় আসি। আমরা বাসে কোথাও যাওয়ার পথে বাসে বয়স্ক মানুষ বা নারীদের দেখলে তাদের জন্য সীট ছেড়ে দিতাম। নিজেরা দাড়িয়ে যেতাম। শিক্ষকদের দেখলে বাসের সীট ছেড়ে দিতাম। এখন আর এই চিত্র দেখা যায় না। এখন যুকব বয়সের মানুষ এই কাজ করে না। তারা পারলে নারীদের জন্য সংরক্ষিত সীটে আরাম করে বসে থাকে। এভাবে চলতে থাকলে আমরা একদিন সবকিছু হারিয়ে ফেলবো।
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ২৮/০৩/২০২১Bah
-
এম এম হোসেন ২৭/০৩/২০২১আসলেই
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৭/০৩/২০২১nostalgia...
-
বোরহানুল ইসলাম লিটন ২৭/০৩/২০২১স্মৃতি জাগানিয়া।