আগে কি সুন্দর দিন কাটাইতাম (৪৮)
আগে পান্তা ভাত খাইতে খুব ভাল লাগতো। চেপার ভর্তা দিয়ে পান্তা ভাত। সেরকম লাগতো। দুধ বিক্রি করে আমরা বাজার থেকে চেপা কিনতাম। আর সেই চেপার ভর্তা যে কি মজা তা যারা খেয়েছে শুধু তারাই বুঝতে পারবে। চেপার ভর্তা দিয়ে একেবারে একথালা ভাত অনায়ানে পেটে চালান করে দিতে পারতাম। আর বিনিময়ে সারাদিন কাজ করতে পারতাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২৭/০৩/২০২১হুম তাইতো
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৪/০৩/২০২১অসাধারণ লেখা