আগে কি সুন্দর দিন কাটাইতাম (৪৭)
আগে কি সুন্দর দিন কাটাইতাম (৪৭)
আগে আমরা পাতলা (মাতলা) মাথায় দিয়ে কাজ করতাম। রোদে বা বৃষ্টিতে এর জুরি ছিলো না। ছাতার বিকল্প হিসেবে এই পাতলা (মাতলা) ব্যবহার করা হত। ইহা তাল পাতা দিয়ে তৈরী গোলাকৃতি বস্তু। বিশেষ করে কৃষকদের কাছে ইহা অনেক মূল্যবান বস্তু। প্রখর রোদ থেকে এই পাতলা কৃষকের প্রাণ বাঁচিয়ে দিত। আমরাও পাতলা মাথায় দিয়ে আনেক কাজ করেছি আগে। তা এখন শুধুই স্মৃতি!
আগে আমরা পাতলা (মাতলা) মাথায় দিয়ে কাজ করতাম। রোদে বা বৃষ্টিতে এর জুরি ছিলো না। ছাতার বিকল্প হিসেবে এই পাতলা (মাতলা) ব্যবহার করা হত। ইহা তাল পাতা দিয়ে তৈরী গোলাকৃতি বস্তু। বিশেষ করে কৃষকদের কাছে ইহা অনেক মূল্যবান বস্তু। প্রখর রোদ থেকে এই পাতলা কৃষকের প্রাণ বাঁচিয়ে দিত। আমরাও পাতলা মাথায় দিয়ে আনেক কাজ করেছি আগে। তা এখন শুধুই স্মৃতি!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাখাওয়াত হোসেন ২২/০৩/২০২১চমৎকার লিখেছেন ভাইয়া।