আগে কি সুন্দর দিন কাটাইতাম (৪৫)
আগে আমাদের বাড়ীতে বড় একটা রেডিও ছিলো। তিনটা বড় সাইজের ব্যাটারি দিয়ে রেডিওটি চালাতে হত। শুনেছি রেডিওটি বিদেশ থেকে আমদানি করা হয়েছে। সেরকম একটি রেডিও ছিলো। সাউন্ড ছিলো পরিস্কার। পূর্ণ সাউন্ড দিলে পাশের বাড়ী থেকে স্পষ্ট শোনা যেত। আমরা সবাই মিলে দল বেঁধে রেডিও শোনতাম। খবর শোনতাম বেশী। অনুরোধের আসর চাওয়া-পাওয়া, দুর্বার প্রভৃতি অনুষ্ঠান শোনতে খুব ভালো লাগতো। এখন আর রেডিও নাই।
আগে কি সুন্দর দিন কাটাইতাম !
-স্বপন রোজারিও (মাইকেল)
আগে কি সুন্দর দিন কাটাইতাম !
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ০৮/০৪/২০২১আগের দিন খুব ভালো ছিল। সুন্দর লিখেছেন।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৯/০৩/২০২১beautiful!!!
-
Rabia Onti ১৯/০৩/২০২১খুব ভাল লাগলো পড়ে
-
ফয়জুল মহী ১৯/০৩/২০২১ভালো লাগলো❤️