আগে কি সুন্দর দিন কাটাইতাম (৩৭)
আগে আমাদের এলাকায় কীর্তন প্রতিযোগিতা হত। এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতি বড়দিনের আগে আমাদের ধর্মপল্লীর প্রতিটি গ্রামের কীর্তন দল একটি করে নতুন গান রচনা করতো। প্রতিযোগিতায় নতুন গান লাগতো। পুরাতন গান দিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যেত না। এই নতুন নতুন গানের ফলে আমাদের এলাকায় কীর্তন গানের ভান্ডার সমৃদ্ধ ছিলো। আমরা অন্তত ১০ থেকে ১৫ টা গান মুখস্ত পারতাম। উরাও বিজয় পতাকা,... ত্রাণমনি জন্ম নিলেন......, নবতারা হেরে গগনে.....,। আর এর ফলে কীর্তন করতে কোন অসুবিধাই হতো না। যে কোন গানের সাথে সুর মিলাতে পারতাম। আফসোস, এখন সেই গানও নেই, প্রতিযোগিতাও নেই। কেন যে সুন্দর উদ্যোগগুলো নষ্ট হয়ে যায়. জানি না! আগে কি সুন্দর দিন কাটাইতাম !
-স্বপন রোজারিও (মাইকেল)
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১১/০৩/২০২১nicely written!
-
ফয়জুল মহী ০৯/০৩/২০২১Excellent writen