আগে কি সুন্দর দিন কাটাইতাম (৩৫)
যারা মৃতদেহ বহন করে কবরস্থানে নিয়ে যায় তাদেরকে আমি প্রকৃত নেতা মনে করি। তারা স্বার্থহীন নেতা। নীরব নেতা। কোন কিছু পাওয়ার জন্য তারা সমাজে কাজ করে না। এমন নি:স্বার্থ অনেক মানুষ আগে ছিলো। তাঁদের অবদানের জন্য দুনিয়াটা একনো টিকে আছে। আমার পরিচিত এমন একজন মানুষ ছিলো যিনি যে বাড়ীতে কোন মানুষ মারা যেত সেই বাড়ীতেই যেতেন। তিনি যেন মৃত্যুর খবর অনেকটা অটোই পেয়ে যেতেন। আরেকজন মানুষ ছিলেন, যিনি বলেছিলেন তিনি ১০০টি মানুষকে কবরস্থ করার পর নিজে মারা যাবেন। এই ধরনের মহান লোকদের সমাজে আমরা ছিলাম একসাথে। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
-স্বপন রোজারিও (মাইকেল)
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অচিন্ত্য সরকার [পাষাণভেদী] ২০/০৪/২০২১এমন মানুষ এখনো আছে, তবে সংখ্যায় হয়ত কম
-
অনিরুদ্ধ বুলবুল ১১/০৩/২০২১সুন্দর অনুভবের অমিয় প্রকাশ!
বড় ভাল লাগল।
আন্তরিক অভিনন্দন ও শুভ কামনা রইল। -
সিন্ধু সেঁচে মুক্তা-আব্দুল কাদির মিয়া ০৭/০৩/২০২১দারুণ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৭/০৩/২০২১অসাধারণ ভাবাবেগ
-
আলমগীর সরকার লিটন ০৭/০৩/২০২১আমার বাবা খুব সুন্দর করে কবর খুরতেন
-
সাখাওয়াত হোসেন ০৬/০৩/২০২১অসাধারণ কথামালা হে কবি।
-
ফয়জুল মহী ০৬/০৩/২০২১চমৎকার লিখেছেন ।
শুভ কামনা অহর্নিশ।