আগে কি সুন্দর দিন কাটাইতাম (৩৪)
আগে কি সুন্দর দিন কাটাইতাম (৩৪)!
আগে আমরা পরস্পর হাত ধরে চলেছি অনেকটা পথ। একজন বাজারে গেলে আরেকজন সদাই আনতে বলতো। আমরা অন্যজনের সদাই সানন্দে এনেছি। এমনকি একজন বাজারে গেলে ঐ ব্যক্তিকে অন্যবাড়ীর মানুষ পণ্য বিক্রয়ের জন্য দিতো। আমরা তাও করেছি মনের আনন্দে। আমাদের পারস্পারিক সহযোগিতার লেভেল কতটুকু উচ্চে ছিলো তা উপরের দুটি বাক্যে বুঝা যায়।
চলেছি একসাথে
হয়ে এক প্রাণ,
ভেঙ্গেটি বাঁধা
স্বপ্ন অর্নিবাণ।
-স্বপন রোজারিও (মাইকেল)
আগে আমরা পরস্পর হাত ধরে চলেছি অনেকটা পথ। একজন বাজারে গেলে আরেকজন সদাই আনতে বলতো। আমরা অন্যজনের সদাই সানন্দে এনেছি। এমনকি একজন বাজারে গেলে ঐ ব্যক্তিকে অন্যবাড়ীর মানুষ পণ্য বিক্রয়ের জন্য দিতো। আমরা তাও করেছি মনের আনন্দে। আমাদের পারস্পারিক সহযোগিতার লেভেল কতটুকু উচ্চে ছিলো তা উপরের দুটি বাক্যে বুঝা যায়।
চলেছি একসাথে
হয়ে এক প্রাণ,
ভেঙ্গেটি বাঁধা
স্বপ্ন অর্নিবাণ।
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শাহনূর ১১/০৩/২০২১ব্বাঃ অত্যন্ত সুন্দর করে লিখেছেন তো, আপনার গল্পটা যেন একটা কবিতা, পুরোনো দিনের কথা মনে করিয়ে দিলো। আমার অনেক অভিনন্দন রইলো।
-
আলমগীর সরকার লিটন ০৬/০৩/২০২১অনুভব
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ০৬/০৩/২০২১সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০৬/০৩/২০২১একদম যথাযথ।
-
ফয়জুল মহী ০৫/০৩/২০২১Right