আগে কি সুন্দর দিন কাটাইতাম (৩৩)
আগে মানুষ মারা গেলে মিশনের কবরস্থানে মাটি দেয়া হত। এখনও তাই হয়। তবে এখনকার কবরস্থান অনেকটা সুপরিকল্পিত, সারিবদ্ধ ক্রুশ। আগের কবরস্থান এতোটা পরিকল্পিত ছিলো না। কিন্তু আগে কোন ব্যক্তিকে কবরস্থ করার সময় মৃত ব্যক্তির নাম, জন্ম ও মৃত্যুর তারিখ সম্বলিত একটি ক্রুশ কবরে স্থাপন করা হত। এই ক্রুশ তৈরীতে থাকতো বিভিন্ন রকমের আর্ট । অনেক সুন্দর সুন্দর কাঠের ক্রুশ আগের কবরগুলোতে শোভা পেত। মৃত ব্যক্তির নাম লেখা থাকতো কাঠের মধ্যে খোদাই করে। প্রথমে পেন্সিল দিলে নাম লিখে তা বাডাল ও হাতুরি দিয়ে কাটা হত। সবাই এ কাজ পাড়তো না। গ্রামের ছোট-খাট মিস্ত্রিরা এই কাজ করতো। অথচ এই কাজের জন্য কোন পয়সা নিতো না তারা। মিস্ত্রিরা তাদের কাজ উৎসর্গ করতো মৃত ব্যক্তির কল্যাণের জন্য। সাধারণ মিস্ত্রিদের আত্মত্যাগ আমাদের অনেক কিছু শিখিয়েছে। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
-স্বপন রোজারিও (মাইকেল)
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৪/০৩/২০২১Valo
-
ফয়জুল মহী ০৩/০৩/২০২১শুভেচ্ছা ও শুভকামনা রইল,