আগে কি সুন্দর দিন কাটাইতাম (৩২)
আগে অনেক সৌহার্দপূর্ণভাবে আমরা দিন কাটিয়েছি। একজনের বিপদে আরেকজন এগিয়ে গিয়েছি। একজনের বিপদে অন্যজন যেমন কেঁদেছি অপর দিকে একজনের সুখে অন্যজন আনন্দও করেছি অনেক। সামাজিক বন্ধন ছিলো সুদৃঢ়। লোহা সদৃশ কঠিন। কোন বাড়ীতে আগুন লাগলে আমরা দৌড়ে গিয়েছি আগুন নিভানোর জন্য। কোন আগ-পাছ চিন্তা করিনি। আগুন যে কোন মূল্যে নিভাতে হবে এটাই ছিলো ব্রত। কোন বাড়ীতে মানুষ মারা গেলে সেই বাড়ীতে রাতভর থেকে মৃতদেহ পাহাড়া দিয়েছি। একটি কমিকমেন্ট নিয়ে কাজ করেছি। কোন কিছুর লোভে নয়। এই জন্য আমাদের দিনগুলো অনেক সহজ ও রঙ্গিন ছিলো। একসাথে চলেছি, খেয়েছি এক সাথে। মন ছিলো মুক্ত। দক্ষিণা হওয়ার মত। কোন কুটিলতা বা জটিলতা মনে বাসা বাঁধতে পারেনি। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
-স্বপন রোজারিও (মাইকেল)
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৪/০৩/২০২১Good
-
ফয়জুল মহী ০৩/০৩/২০২১অনবদ্য লেখা।
-
আলমগীর সরকার লিটন ০৩/০৩/২০২১চমৎকার সম্পর্কছিল পিঠাপুলি খাওয়া