আগে কি সুন্দর দিন কাটাইতাম (৩১)
আগে আমরা দোন দিয়েও পানি সেচতাম। দোন কাঠের তৈরী নৌকা সদৃশ বস্তু বিশেষ। তবে তা নৌকার চেয়ে অনেক চিকন (সরু) যার ভিতর দিয়ে পানি প্রবাহিত হতে পারে। দোনের একপাশে ভারী বস্তু বাঁধা থাকে এবং অপর প্রান্ত পানিতে ডুবিয়ে শুকনা ধানক্ষেতে পানি দেয়া হয়। একজন হলেই এ কার্য সুন্দরভাবে সম্পন্ন করা যায়। দোন চালানো অনেকটা মজার বিষয়।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ০৩/০৩/২০২১তেলের জার দিয়ে সেঁচি বানাত সেটা পানি সেঁচ করা হত
-
সাখাওয়াত হোসেন ০২/০৩/২০২১অসাধারণ সৃষ্টি
-
ফয়জুল মহী ০১/০৩/২০২১Right