আগে কি সুন্দর দিন কাটাইতাম (৩০)
গ্রীষ্মকালে ধানক্ষেত পানির জন্য খাঁ খাঁ করতো। মাটি ফেটে চৌচির হয়ে যাওয়ার উপক্রম হত। আমরা সেই ধানগাছগুলোকে বাঁচাবার জন্য পুকুর থেকে নই দিয়ে পানি দিতাম। নই হলো টিন দিয়ে তৈরী ত্রিভূজাকৃতি দ্রব্য বিশেষ যার তিন কোনে লম্বা রশি বেঁধে দুই জন ব্যক্তি ছন্দের তালে তালে পুকুর থেকে শুকনা ধান ক্ষেতে পানি ফেলে। এভাবে খুব দ্রুত সময়ে পানি সেচ করা যেত। তখন ইরি ধানের প্রচলন মাত্র শুরু। এইভাবে নই দিয়ে প্রতিযোগিতা করে পানি সেচে ধান গাছের জীবন বাঁচাতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
-স্বপন রোজারিও (মাইকেল)
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ০১/০৩/২০২১Excellent memory
-
সাখাওয়াত হোসেন ০১/০৩/২০২১চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ
-
আলমগীর সরকার লিটন ০১/০৩/২০২১ধানের চারাতে পানি সেচ করতাম
-
বোরহানুল ইসলাম লিটন ০১/০৩/২০২১সুন্দর স্মৃতিময় উপস্থাপন।