আগে কি সুন্দর দিন কাটাইতাম (২৯)
আগে ঝড় বৃষ্টি একটু বেশী হত বলে মনে হয়। পরিবেশ ভালো ছিলো বলে বৃষ্টি বেশী হত। বিশেষ করে কালবৈশাখী ঝড় প্রয়সই এসে হানা দিত আর ঘর বাড়ীর ক্ষতি সাধন করে যেত। ঝড় আসতে দেখলেই আমরা সকলে মিলে আর্তচিৎকার করতাম এবং টিন বাজাতে শুরু করতাম। কেউ আবার আর্শীবাদিত তালপাতা উঠানে ফেলত যাতে ঝড় না আসে। সবাই মিলে ঝড় মোকাবিলা করতাম। একের বিপদে অন্যে ছুটে যেতাম। পাড়া প্রতিবেশীর ঘর-বাড়ীর কোন ক্ষতি হলে নিজেরাই মেরামত করতাম। এমন সৌহার্দের দিন আর কি কখনো ফিরে আসবে? আগে কি সুন্দর দিন কাটাইতাম!
-স্বপন রোজারিও (মাইকেল)
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ০৪/০৩/২০২১Fine
-
সাখাওয়াত হোসেন ০১/০৩/২০২১চমৎকার বলেছেন ভাইয়া
-
ফয়জুল মহী ২৮/০২/২০২১Right
-
আলমগীর সরকার লিটন ২৮/০২/২০২১সত্যই সেই দিনগুলো আর ফিরবে না