আগে কি সুন্দর দিন কাটাইতাম (২৭)
কলাপাতার বাহারি ব্যবহার
কলাপাতা খুবই প্রয়োজনীয় দ্রব্য ছিলো আমাদের কাছে। আগে আমরা কলাপাতায় খেয়েছি অনেক মজা করে। দুপুরের কড়া রোদে ধান ক্ষেতে ঝাউ খেতাম এই কলাপাতায়। যারা কলাপাতায় খেয়েছে তারাই শুধু বিশ্বাস করবে এমন আজগুবি কথা। অন্যদের কাছে তা গল্পের মত মনে হবে। এই কলাপাতা আবার বৃষ্টির দিনে ছাতা হিসেবে কাজ করতো। মনে পড়ে, এই কলাপাতা মাথায় দিয়ে বৃষ্টির দিনে স্কুলে গিয়েছি! কখনো বৃষ্টি থেকে বাঁচার জন্য কলাপাতার নীচে আশ্রয় নিয়েছি! এই কলাপাতা কখনো গরু-বাছুরের খাদ্য সামগ্রী হয়েছে। কলাপাতার সাথে আমাদের জীবন মিশে আছে অনেকভাবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
- স্বপন রোজারিও (মাইকেল)
কলাপাতা খুবই প্রয়োজনীয় দ্রব্য ছিলো আমাদের কাছে। আগে আমরা কলাপাতায় খেয়েছি অনেক মজা করে। দুপুরের কড়া রোদে ধান ক্ষেতে ঝাউ খেতাম এই কলাপাতায়। যারা কলাপাতায় খেয়েছে তারাই শুধু বিশ্বাস করবে এমন আজগুবি কথা। অন্যদের কাছে তা গল্পের মত মনে হবে। এই কলাপাতা আবার বৃষ্টির দিনে ছাতা হিসেবে কাজ করতো। মনে পড়ে, এই কলাপাতা মাথায় দিয়ে বৃষ্টির দিনে স্কুলে গিয়েছি! কখনো বৃষ্টি থেকে বাঁচার জন্য কলাপাতার নীচে আশ্রয় নিয়েছি! এই কলাপাতা কখনো গরু-বাছুরের খাদ্য সামগ্রী হয়েছে। কলাপাতার সাথে আমাদের জীবন মিশে আছে অনেকভাবে। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
- স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ২৬/০২/২০২১বেশ ভালো লেখনী