আগে কি সুন্দর দিন কাটাইতাম (২৬)
কলা গাছ দিয়ে বাড়ি সাজানো
আমরা গ্রামে কলাগাছ দিয়ে বাড়ি সাজাতাম। আমাদের এলাকায় কলাগাছ বাড়ি সাজানোর জনপ্রিয় ও সহজপ্র্রাপ্য মাধ্যম ছিলো। বিয়ে বাড়িতে কলাগাছের গেট দিতাম। এটা ছিলো খুবই সহজ কাজ। দুটা কলাগাছ হলেই সুন্দর গেট হয়ে যেত। বিয়ে বাড়িতে কলাগাছ পাল্লা হিসেবে ব্যবহার করে সামিয়ানা টানাতাম। কলাগাছের বুকে কতগুলো গাঁদা ফুল সহজে গেঁথে দিতে পারলেই সাজানো পূর্ণতা পেত। কখনো আবার ত্রিভূজাকৃতির কাগজের নিশান লাগাতাম সাজানোর জন্য। কোন জাতীয় দিবস উপলক্ষ্যে সাজানোর জন্য কাগজের পতাকা ব্যবহার করতাম। বড়দিনে সাজানোর জন্য কলাগাছের গেটের পাশাপাশি রঙ্গিন কাগজ দিযে ঝালট তৈরী করতাম। কতই না সহজ ছিলো আগের দিনগুলো! আগে কি সুন্দর দিন কাটাইতাম !
স্বপন রোজারিও (মাইকেল)
আমরা গ্রামে কলাগাছ দিয়ে বাড়ি সাজাতাম। আমাদের এলাকায় কলাগাছ বাড়ি সাজানোর জনপ্রিয় ও সহজপ্র্রাপ্য মাধ্যম ছিলো। বিয়ে বাড়িতে কলাগাছের গেট দিতাম। এটা ছিলো খুবই সহজ কাজ। দুটা কলাগাছ হলেই সুন্দর গেট হয়ে যেত। বিয়ে বাড়িতে কলাগাছ পাল্লা হিসেবে ব্যবহার করে সামিয়ানা টানাতাম। কলাগাছের বুকে কতগুলো গাঁদা ফুল সহজে গেঁথে দিতে পারলেই সাজানো পূর্ণতা পেত। কখনো আবার ত্রিভূজাকৃতির কাগজের নিশান লাগাতাম সাজানোর জন্য। কোন জাতীয় দিবস উপলক্ষ্যে সাজানোর জন্য কাগজের পতাকা ব্যবহার করতাম। বড়দিনে সাজানোর জন্য কলাগাছের গেটের পাশাপাশি রঙ্গিন কাগজ দিযে ঝালট তৈরী করতাম। কতই না সহজ ছিলো আগের দিনগুলো! আগে কি সুন্দর দিন কাটাইতাম !
স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২চমৎকার লেখনী
-
সাখাওয়াত হোসেন ২৫/০২/২০২১সেই দিনগুলি আজও হাতছানি দিয়ে ডাকে। দারুণ লিখেছেন ভাইয়া।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০২/২০২১দারুণ
-
আলমগীর সরকার লিটন ২৫/০২/২০২১চমৎকার