আগে কি সুন্দর দিন কাটাইতাম (২৫)
পেঁয়াজের ছোট চারাকে আমরা বলতাম দানা। এই দানা আমরা লাগাতাম উৎসব মুখর পরিবেশে। সকলে মিলে। ক্ষেতে দানা লাগানোর জন্য কোন কামলা লাগতো না। আমরা অন্যের দানা লাগাতাম এবং আমাদের দানা লাগিয়ে দিতো অন্য লোকেরা। অনেক সৌহার্দ ছিলো আমাদের নিজেদের মধ্যে। এই দানা লাগানোর জন্য মাঝে মাঝে স্কুল থেকে ছুটি নিতাম। পেঁয়াজের দানা লাগানো খুব সহজ। একপক্ষ বুইডা লাঙ্গল দিয়ে কেইল কাটতো। কেইল কাটা মানে লাঙ্গল দিয়ে নালা কাটা । আর অপর পক্ষ কেইল-এর মধ্যে দানা রেখে মাটি দিয়ে জুবিয়ে দিত। এভাবে সারা দিন পিঁয়াজের দানা লাগাতাম। রাতে চলতো উৎসব আর জাউ খাওয়া। জাউ এর সাথে মুড়িও থাকতো। কোন ছোট-খাটো উৎসব হলেই আগে জাউ (মিস্টান্ন) দিতো। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
-স্বপন রোজারিও (মাইকেল)
-স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২বেশ ভালো
-
নাসরীন আক্তার রুবি ২৪/০২/২০২১স্মৃতিময়
-
আলমগীর সরকার লিটন ২৪/০২/২০২১ছোট পিয়াঁজের দানার শিপা বা শিকর সবই মিলে কাটা হত সত্য কি মজাই না হত