আগে কি সুন্দর দিন কাটাইতাম (২৪) ।। আমাদের শহীদ দিবস পালন (২)।।
আগে কি সুন্দর দিন কাটাইতাম (২৪)!
।। আমাদের শহীদ দিবস পালন (২)।।
মহাবিদ্যালয়ে পড়ার সময় শুধু ২১শে ফেব্রুয়ারি পালন করার জন্য শহর থেকে গ্রামে চলে যেতাম। গ্রামে গিয়ে সকলে মিলে প্রথমে পুষ্পস্তবক তৈরী করতাম। পুষ্পস্তবকে শুধু যে পুষ্প থাকতো তা নয়। কিছু পাতা-লতা ও ঘাস ফুলও থাকতো। সবচেয়ে বেশী থাকতো আমাদের ভালোবাসা। ২০ ফেব্রুয়ারি রাত ১১ টার পর সবাই মিলে শহীদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা হতাম। আর আমাদের মুখে মুখে উচ্চারিত হত শহীদদের স্মরণে রচিত গানগুলো। আমার ভাইয়ের রক্তে রাঙ্গনো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি....। তখন শহীদ মিনার ছিলো তুমিলিয়া উচ্চ বিদ্যালয়ে। আমরা শহীদ মিনারে ফুল দিয়ে নিজেদের ধন্য করতাম। সেখানে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা হতো। তা শুনতে খুব ভালো লাগতো। খুবই অনুপ্রেরণা পেতাম। আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলি... আগে কি সুন্দর দিন কাটাইতাম!
।। আমাদের শহীদ দিবস পালন (২)।।
মহাবিদ্যালয়ে পড়ার সময় শুধু ২১শে ফেব্রুয়ারি পালন করার জন্য শহর থেকে গ্রামে চলে যেতাম। গ্রামে গিয়ে সকলে মিলে প্রথমে পুষ্পস্তবক তৈরী করতাম। পুষ্পস্তবকে শুধু যে পুষ্প থাকতো তা নয়। কিছু পাতা-লতা ও ঘাস ফুলও থাকতো। সবচেয়ে বেশী থাকতো আমাদের ভালোবাসা। ২০ ফেব্রুয়ারি রাত ১১ টার পর সবাই মিলে শহীদ মিনারের উদ্দেশ্যে রওয়ানা হতাম। আর আমাদের মুখে মুখে উচ্চারিত হত শহীদদের স্মরণে রচিত গানগুলো। আমার ভাইয়ের রক্তে রাঙ্গনো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি....। তখন শহীদ মিনার ছিলো তুমিলিয়া উচ্চ বিদ্যালয়ে। আমরা শহীদ মিনারে ফুল দিয়ে নিজেদের ধন্য করতাম। সেখানে শহীদ দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তৃতা হতো। তা শুনতে খুব ভালো লাগতো। খুবই অনুপ্রেরণা পেতাম। আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলি... আগে কি সুন্দর দিন কাটাইতাম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৩/০২/২০২১হাইস্কুলের সময়ের কথাগুলো খুব জল ঝরায়
-
ফয়জুল মহী ২২/০২/২০২১অসম্ভব আত্মস্পর্শী কথন