আগে কি সুন্দর দিন কাটাইতাম (২২)
আগে আমরা খুব সকালে ঘুম থেকে জেগে ফুল কুড়াতাম। বকুল ফুলসহ নানা রকম ফুল। সকালে উঠে কার আগে কে যাবে ফুল কুড়াতে, সেই প্রতিযোগিতায় মগ্ন থাকতাম। ফুলের গন্ধে মনটা ভরে যেত। ফুলের সৌন্দর্য্যে জীবনটাও অনেকটা সুন্দর সুন্দর লাগতো। ফুল কুড়ানোর পর শুরু হত ফুলের মালা গাঁথার পালা। কার জন্য এই ফুলের মালা গাঁথা? কোন নির্দিষ্ট মানুষ ছিলো না এই মালা পড়াবার! তাতে কোন দু:খ ছিলো না। অনেক সময় নিজে মালা গেঁথে নিজের হাতেই পড়তাম! বা কখনো নিজের মাথায় মালা লাগিয়ে নিজের সৌন্দর্য্য বৃদ্ধি করতে চাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
এম এম হোসেন ২০/০২/২০২১হুম
-
আলমগীর সরকার লিটন ২০/০২/২০২১আম ও কুরাত হত