আগে কি সুন্দর দিন কাটাইতাম (২১)
আমাদের অনেক গরু-বাছুর ছিলো। কমপক্ষে ১০ টা গরু এবং আর ২/৩ টা বাছুর তো হবেই। এই গরু-বাছুরকে লালন-পালন করার দায়িত্ব আমাদের ছিলো। গরু-বাছুরকে ঘাস খাওয়ানোর দায়িত্ব আমাদের ছিলো।এই সুুবাদে আমরা হয়ে যেতাম রাখাল বালক। গরু-বাছুর নিয়ে ছুটে যেতাম মাঠ-প্রান্তরে রোদে বৃষ্টিতে। গরু-বাছুর ঘাস খেত এবং আমরা বাজাতাম বাঁশের বাশি।কি যে সুর লহরী! বাঁশির সুরে মাঝে মাঝে ঘুমিয়ে যেতাম। বাঁশির সুরে মনে হয় কখনো কখনো সাপ চলে আসতো। দক্ষিণা বাতাস মনে প্রশান্তি এনে দিত। আগে কি সুন্দর দিন কাটাইতাম ! -স্বপন রোজারিও (মাইকেল)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ১৫/০২/২০২১অত্যন্ত হৃদয়ছোঁয়া।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৪/০২/২০২১বেশ লোখনী
-
Biswanath Banerjee ১৪/০২/২০২১good
-
আলমগীর সরকার লিটন ১৪/০২/২০২১দুধ আহা সেদিন আর নেই
-
দীপঙ্কর বেরা ১৪/০২/২০২১আর একটু লিখুন
-
নীলা ১৪/০২/২০২১অসাধারণ
-
ফয়জুল মহী ১৩/০২/২০২১সুন্দর উপস্থাপন