আগে কি সুন্দর দিন কাটাইতাম (২০)
আত্মীয়-স্বজনদের বাড়ীতে দাওয়াতে যাওয়ার একটা রেওয়াজ আমাদের বরাবরই ছিলো। বিশেষ করে বড়দিনের পর চলতো আত্মীয়-স্বজনদের দেয়া দাওয়াত রক্ষা করার পালা। এমন কোন আত্মীয় নেই যারা তাদের বাড়ীতে দাওয়াত করেনি। কখনো কখনো দাওয়াত রক্ষার সময় ও সুযোগ পেতাম না। ফলে পরিবারের সদস্যরা ভাগ হয়ে গিয়ে এই দাওয়াত রক্ষা করতাম। আগের দিনের আত্মীক ও পারিবারিক বন্ধন খুবই সুদৃঢ় ছিলো। কোন উপলক্ষ্যে আত্মীয়দের বলতে না পারলে উপলক্ষটাই ফিকে হয়ে যেত। আগে কি সুন্দর দিন কাটাইতাম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১৩/০২/২০২১অসাধারণ
-
আলমগীর সরকার লিটন ১৩/০২/২০২১বেশ করে নানাবাড়ি পিঠা খাওয়া
-
বোরহানুল ইসলাম লিটন ১৩/০২/২০২১ফেলে আসা স্মৃতির দোলা
ক্ষণিক করে আত্মভোলা। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ১২/০২/২০২১nice work