আগে কি সুন্দর দিন কাটাইতাম (১৮)
আগে আমরা টাকা বা পয়সা রাখতাম বাঁশের ভিতরের খালি জায়গায়। এ এক আজব অভিজ্ঞতা! সেই সময় বেশীরভাগ বাড়ি ছিলো ছন বা টিনের ছাউনিযুক্ত এবং খুঁটি হিসেবে ব্যবহৃত হত বাঁশ। বাঁশের ভিতরে থাকতো খালি জায়গা। আর সেই খালি জায়গায় রাখা হত কয়েন বা টাকা। প্রয়োজনে সেই বাঁশ কেটে টাকা বা কয়েন বের করা হত। পরে টাকা জমা করার জন্য আসলো ব্যাংক টুপা বা মাটির ব্যাংক এবং এখন মানুষ টাকা রাখে ব্যাংক বা ক্রেডিট ইউনিয়নে। আগে এই বাঁশের গিটে টাকা বা কয়েন রেখে যে প্রশান্তি পেতাম এখন তা আর পাই না। আগে কি সুন্দর দিন কাটাইতাম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১১/০২/২০২১সোনালী অতীত