আগে কি সুন্দর দিন কাটাইতাম (১৭)
আগে আমরা পরিবারের সকলে মিলে সিনেমা দেখতে যেতাম। একমাত্র সিনেমা হল ছিলো কালীগঞ্জে। আলোঘর প্রেক্ষাগৃহ। অত্র এলাকার মানুষের বিনোদনের কেন্দ্রস্থল ছিলো এই সিনেমা হল। কিন্তু দু:খের বিষয় আজ সেই ঐহিত্যবাহী সিনেমা হলটি আর নেই। আলোঘরে আমরা ছুটির ঘন্টাসহ সেই সময়ের বহু আলোচিত সিনেমা দেখেছি। সামাজিক ও দু:খের সিনেমাগুলো আমরা পরিবারের সদস্যরা মিলে দেখতাম। তবে একই বয়সের ছেলেরা মিলে অ্যাকশন সিনেমা (ছবি)ও দেখেছি। তখন নায়কদের মধ্যে অন্যতম ছিলো- রাজ্জাক, বুলবুল আহমেদ, সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, আলমগীর। আর নায়িকারা ছিলেন- শাবানা, ববিতা, রোজিনা, কবরী, অঞ্জু প্রমুখ। বাড়িতে টিভি না থাকার কারণে চলে যেতাম কালীগঞ্জে। রাজ্জাক আমার প্রিয় নায়ক ছিলেন। আর নায়িকা ছিলেন শাবানা। নায়ক রাজ রাজ্জাকের সিনেমাগুলো আমাকে অনেক অনুপ্রেরণা দিত। ছোট বেলায় জীবনে অনেক স্বপ্ন ছিলো, বড় হয়ে আমি রাজ্জাকের মত নায়ক হব। তবে নায়ক না হতে পারলেও স্বপ্নের ফেরিওয়ালা হয়ে ঘুরে বেড়াই আকাশে বাতাসে! আগে কি সুন্দর দিন কাটাইতাম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২সুন্দর স্মৃতিচারন
-
Md. Rayhan Kazi ১০/০২/২০২১বাহ বেশ
-
সাখাওয়াত হোসেন ০৯/০২/২০২১চমৎকার ভাবনার বহিঃপ্রকাশ হে কবি।
-
এম এম হোসেন ০৯/০২/২০২১সুন্দর
-
বোরহানুল ইসলাম লিটন ০৯/০২/২০২১স্মৃতিচারণে সুন্দর নিবেদন।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ০৯/০২/২০২১অসাধারণ অনুভব
-
আলমগীর সরকার লিটন ০৯/০২/২০২১প্রতি শুক্রবার করে বিটিভিতে সিনেমা হত মজা করে দেখতাম