আগে কি সুন্দর দিন কাটাইতাম (১৪)
আগে আমরা মজা করে বেউরা চালাতাম। বেউরা মানে কোন্দার বিকল্প জলজযান বা বাহন। বেউরা কলাগাছ দিয়ে তৈরী করা হয়। ৪/৫টা কলাগাছ একসাথে বেঁধে বেইরা তৈরী করা হয়। আমাদের এলাকায় বেউরা চালানোর প্রচলন ছিলো। কম খরচে এই বেউরা তৈরী করা যায়। ২/৩ জন লোক অনায়াসে এই বেউরা দিয়ে পারাপার হওয়া যায়। খুবই আয়েশকরে এই বেউরা চালাতাম। বেউরা দিয়ে মাঝে মাঝে প্রতিযোগিতা করতাম। কখনও বেউরার উপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়তাম। আর বেউরা নিরুদ্দেশ যাত্রায় চলে যেত। ঘুম থেকে উঠে দেখতাম আমি মাঝ ধরিয়ায়! আগে কি সুন্দর দিন কাটাইতাম!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২হৃদয়গ্রাহী আলোচনা
-
মীনাক্ষী জয়ন্তীকন্যা ০৫/০২/২০২১জলযানটি বেইরা নাকি বেউরা, ঠিক বোঝা গেল না।
-
আলমগীর সরকার লিটন ০৪/০২/২০২১স্পর্শকাতর