আগে কি সুন্দর দিন কাটাইতাম (১৩)
আগে আমরা মজায় মজায় চাকা চালাতাম! বাঁশ দিয়ে গোল করে চাকা বানাতাম। এই চাকা চালানোর জন্য বিশেষভাবে তৈরী একটি হুক লাগতো। এই হুক দিয়ে চাকা চালাতাম দল বেঁধে। মসৃন রাস্তা দিয়ে চাকা চালাতে খুব ভালো লাগতো। চাকা চলতোও দ্রুত। কিন্তু অমসৃন রাস্তা দিয়ে চাকা ভালো চলতো না। ক্ষণে ক্ষণে ছন্দ পতন ঘটতো। এই যে ছন্দ পতন তা যে আমাদের জীবনের কথাই মনে করিয়ে দিতো তা তখন বুঝিনি। বুঝেছি অনেক পরে....... এখন আর কিছু করার নেই। আমরা এই চাকার সাথে দৌড়াতে দৌড়াতে এ বাড়ী থেকে ঐ বাড়ী, এ গ্রাম থেকে ঐ গ্রামে চলে যেতাম। হায়রে সুখ! এ সুখ আর কোথায় পাব! কোন ক্লান্তি নেই। নেই কোন অভিযোগ! দু’চোখ যেদিকে যায় শুধু ফসলের ক্ষেত ও আশার বসতি। আমরা সেই সময় কত সহজ দিন কাটাইতাম! একটা চাকা থাকলে আমাদের মনে হতো জীবনের মূল্যবানতম জিনিসটি পেয়ে গেছি। আর কিছু জীবনে প্রয়োজন নেই। আর এই চাকার পিছনে দৌড়ে দৌড়ে জীবনের আসল মানেটা উপভোগ করতাম! আগে কি সুন্দর দিন কাটাইতাম !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২দারুন
-
এম এম হোসেন ০৫/০২/২০২১হুম রাইট
-
ন্যান্সি দেওয়ান ০৩/০২/২০২১Khub sundor
-
আশরাফুল হক মহিন ০১/০২/২০২১বেশ
-
মল্লিকা রায় ৩১/০১/২০২১সত্যি বেশ বলেছেন।