আগে কি সুন্দর দিন কাটাইতাম (১২)
আগে আমরা অনেক নৌকা বাইচ করেছি। নৌকা বাইচ এর পাশাপাশি কত যে কোন্দা বাইচ করেছি তার কোন হিসেব আমার জানা নেই। বর্ষায় বাড়ীর চারিদিকে পানি থৈ থৈ করতো। সারা বাড়ীতে নৌকা থাকতো ২ টা বা বড় জোর ৩ টাকা। কিন্তু এই ৩ টা নৌকার বিপরীতে কোন্দা থাকতো ১০ টা থেকে ১৫ টা। বেশী সময় আমরা কোন্দা দিয়েই চলা ফেরা করেছি। দূরে কোথাও হাটে বা বাজারে যাওয়ার সময় নৌকায় উঠার সুযোগ পেতাম। নৌকায় সাধারণত চড়তো বাড়ীর কর্তা ব্যক্তি বা ব্যক্তিরা! নৌকায় চড়াকে কিছুটা স্ট্যাটাস বা গৌরবের বিষয় হিসেবে মনে করা হত। বড় মানুষেরা নৌকায় উঠার পরে জায়গা থাকলে ছোটদের উঠানো হত। তো যাই হোক, আমরা সাধারণ মানুষ হিসেবে কোন্দাতেই বেশী চড়তাম। দুইটা কোন্দা হলেই আমরা মনের অজান্তে প্রতিযোগিতা করে ফেলতাম। কার অগে কে যায়! অনেক সময় প্রতিযোগিতা করতে গিয়ে বৈঠা বা লগ্গি ভেঙ্গে যেত! অনেক সময় কোন্দা প্রতিযোগিতা করতে গিয়ে কোন্দা পানিতে ডুবে যেত। তখন নিজের জীবন বাঁচানো ফরজ ছিলো । কোথায় কিসের প্রতিযোগিতা! আগে কি সুন্দর দিন কাটাইতাম !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২অনুপম
-
ন্যান্সি দেওয়ান ০৩/০২/২০২১Darun
-
ফয়জুল মহী ৩০/০১/২০২১দারুণ লিখেছেন ,