আগে কি সুন্দর দিন কাটাইতাম (১১)
আগে আমরা দল বেঁধে সাতার কাটতাম। সাতারের প্রতিযোগীতা করতাম। বছরের প্রায় ছয় মাস আমাদের বাড়ীর চারিদিকে জল থাকবো। এই জল থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের জন্মগতভাবেই সাঁতার শিখতে হত। আমাদের কেউ সাঁতার সেখায় নি। কিন্তু নিজের তাগিদেই সাঁতার শিখেছি। এই শিখা বিদ্যা মাঝে মাঝে প্রয়োগ করতাম। যার বহি:প্রকাশ ছিলো ছেলে-পেলে মিলে সাঁতার কাটা। এই সাতার প্রতিযোগিতা মাঝে মাঝে পুকুরে হত। আবার কখনো কখনো বিলেও সাঁতার প্রতিযোগীতা করতাম। এই প্রতিযোগিতার কোন পুরস্কার ছিলো না। ছিলো শুধু পরম আনন্দ। মাঝে মাঝে সাঁতারের পরিবর্তে পানিতে ডুব দিতাম। দম থাকা পর্যন্ত পানিতে ডুবে থাকতাম। দম শেষ হলে পানি থেকে মাথা উঁচু করে শ্বাস নিয়ে এ প্রাণ বাঁচাতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ১৪/০৪/২০২২কী দারুণ!
-
এস এম শাহনূর ০৩/০২/২০২১নান্দনিক।
-
তানভীর আজীমি ২৯/০১/২০২১খুব ভালো লাগলো আপনার লেখা।