আগে কি সুন্দর দিন কাটাইতাম (৮)
আগে গাড়ির পেছনে পেছনে দৌড়াইতে খুব ভাল লাগতো। সারা দিন আমি গাড়ির পেছনে পেছনে দৌড়াতাম। তা ও ৪০ বছর আগের কথা বলছি। তখন গাড়ি দেখলে মনে খুবই আনন্দ লাগতো। আর দিতাম দৌড় ঐ গাড়ির পিছনে। আগে মাল টানার গাড়ি বেশী ছিলো। যাকে আমরা বলতাম ইচার মাথা। দেখতে ইচা ( চিংড়ি) মাছের মাথার মত মনে হত বলে আমরা সেই গাড়িগুলোকে ইচার মাথা বলতাম। ইচার মাথার বিষাক্ত ধুঁয়াও খুব ভালো লাগতো। ধুঁয়ায় কখনো কখনো রাস্তায় পড়ে যেতাম। তার পরক্ষণেই উঠে দিতাম আবার দৌড়। আগে কি সুন্দর দিন কাটাইতাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২৫/০১/২০২১সুন্দর