আগে কি সুন্দর দিন কাটাইতাম (৫)
আগে ধান টকাইতে খুব ভাল লাগতো। টকানো অর্থ হলো কুড়ানো। কুড়ানোকে গ্রামের কথ্য ভাষায় টকানো বলে। ভাগ্যিস এক কলম লেখাপড়া করেছিলাম! তা না হলে টকানোকে যে কুড়ানো বলে তা কোন কালে হয়তো জানতেই পারতাম না। তো যা হোক, ধান টকানোর গল্পে আসা যাক। নিজেদের গোলায় যত ধানই থাকতো না কেন, কুড়ানো ধানের প্রতি যে লোভ তা থেকেই যেত! আর এই লোভ থেকেই সারাদিন ধান টকাইতাম। দল বেঁধে ধান টকানোর যে আনন্দ তা এখন আর কোন কাজে পাই না। মাঝে মাঝে ইঁদুরের গর্ত থেকেও ধান কেড়ে আনতাম। এই কাজের জন্য কখনো কখনো ইঁদুরের গর্তে থাকা বিষাক্ত সাপের হুংকারও শুনেছি। তার পরেও ভয় পাই নি। যত ইঁদুরের গর্ত দেখেছি, সবগুলো গর্তেই হাত দিয়েছি শুধু ধানের জন্য। আর এ কুড়ানো ধান দিয়ে মোয়া ও গাট্টা খেতাম। এই সুন্দর দিনগুলোর কথা মনে পড়লে এখনো আনন্দে দু’চোখে জল এসে যায়। আগে কি সুন্দর দিন কাটাইতাম !
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ২১/০১/২০২১অনেক স্মৃতি মনে পরল
-
ফয়জুল মহী ২০/০১/২০২১পড়ে মুগ্ধতা একরাশ।