www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আগে কি সুন্দর দিন কাটাইতাম (৩)

আগে আমরা গ্রামে শীতের সকলে সবাই মিলে আগুন পোহাইতাম। আগের দিনে এখনকার তুলনায় শীত বেশী ছিলো। বলতে গেলে হার কাপানো শীত! বর্তমানে পরিবেশ বিপর্যয়ের জন্য শীত কমে গেছে। এখন গ্রামে শীত অনেকটা কম এবং শহরে শীত খুব একটা নাই বললেই চলে। অপরিকল্পিত নগরায়ন, গাছ কাটা, মাত্রাতিরিক্ত কাঁচের ব্যবহারসহ নানাবিধ কারণে জলবায়ুর পরিবর্তন হয়েছে। এর ফলে ভূ-খন্ড অতিশয় উত্তপ্ত হয়ে এই অবস্থার সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে শীতের অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ। তো যা হোক, আগুন পোহানোর কথা বলছিলাম। যারা ভাওয়াল এলাকার লোক তারা এই টার্মের সাথে পরিচিত। আগুন পোহানোর অর্থ হলো নারা বা খেরে আগুন দিয়ে সবাই মিলে গোল হয়ে আগুনের উষ্চতা উপভোগ করা। যেন আগুনের পরশ নিয়ে একটু গরম বা চাঙ্গা হওয়া। এই আগুন পোহানোর সময় চলতো জীবনের নানারকম গল্প। চলতো নানা ধরনের গান। এই আগুন পোহানোর সাথে অনেক মানুষের জীবনের করুণ গল্পও জড়িয়ে আছে। এই আগুন পোহানোর কথা মনে পড়লেই আমি মনের অজান্তে আগের জীবনে ফিরে যাই। আগে কি সুন্দর দিন কাটাইতাম!
বিষয়শ্রেণী: প্রবন্ধ
ব্লগটি ৩৫৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৭/০১/২০২১

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast