আমার বাংলাদেশ
ভালোবাসি তোমায় অনেক,
আমার বাংলাদেশ,
চোখ জুরায় যতই দেখি,
রুপের নাই শেষ।
খরচে হাজার টাকা,
কেন যাই বিদেশ?
লাল সবুজের বাংলায়
দেখার আছে বেশ।
-স্বপন রোজারিও
২৯/১২/২০
আমার বাংলাদেশ,
চোখ জুরায় যতই দেখি,
রুপের নাই শেষ।
খরচে হাজার টাকা,
কেন যাই বিদেশ?
লাল সবুজের বাংলায়
দেখার আছে বেশ।
-স্বপন রোজারিও
২৯/১২/২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তানভীর আজীমি ১৬/০১/২০২১অসাধারণ লিখেছেন কবি।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ০৩/০১/২০২১Good
-
Md. Rayhan Kazi ০৩/০১/২০২১দারুণ সৃজন
-
তূয়া নূর ০১/০১/২০২১খুব সুন্দর কবিতা।
-
সাখাওয়াত হোসেন ০১/০১/২০২১সকল দেশের সেরা আমার জন্মভূমি।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ০১/০১/২০২১nice
-
Md. Jahangir Hossain ০১/০১/২০২১দেশমাতৃকার প্রতি ভালবাসার প্রতিচ্ছবি।
-
ফয়জুল মহী ০১/০১/২০২১নতুন বছর হোক চাঁদের আলোর মতোই শুভ্র, সুন্দর
আপনাদের সুস্থতা কামনা করি।
হ্যাপি নিউ ইয়ার