কীর্তন প্রতিযোগিতা প্রসঙ্গে
ডিসেম্বর মাস আসলেই আমরা কীর্তন প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করে দিতাম। যীশুর জন্মের নতুন গান রচনা করা ও প্রতিদিন রিহারসেল করাই ছিলো ডিসেম্বর মাসের আমাদের প্রধান কাজ। আমরা এই কাজগুলো করেছি খুবই আন্তরিকতার সাথে। একটি নতুন গান হবে যীশুর নামে, এটা আমাদের জন্য ছিলো বিরাট বিষয়। প্রতিযোগিতা হবে, চারিদিকে সাজ সাজ রব। পুরস্কার কিন্তু কোন বিষয় নয়।
কিন্তু দু:খের বিষয়, একটা সময় মিশন পরযায়ে এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। দুয়েকটি দলের মধ্যে ভুল বোঝাবোঝির জন্য এই সুন্দর উদ্যোগটি নষ্ট হয়ে যায়।
আমি মিশন পরযায়ে অবার এই কীর্তন প্রতিযোগিতা চাই।
কিন্তু দু:খের বিষয়, একটা সময় মিশন পরযায়ে এই প্রতিযোগিতা বন্ধ হয়ে যায়। দুয়েকটি দলের মধ্যে ভুল বোঝাবোঝির জন্য এই সুন্দর উদ্যোগটি নষ্ট হয়ে যায়।
আমি মিশন পরযায়ে অবার এই কীর্তন প্রতিযোগিতা চাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বোরহানুল ইসলাম লিটন ২০/১২/২০২০
-
সাইয়িদ রফিকুল হক ১৯/১২/২০২০ছোটবেলায় গ্রামে গেলে শুনতাম।
ভুল বুঝাবুঝিই যত নষ্টের মূল।