ফুটবলের মহানায়ক ম্যারাডোনা
আর্জেন্টিনার দিয়াগো ম্যারাডোনা ফুটবলের মহানায়ক। তাঁর পায়ে যাদু ছিলো যা তিনি ৮৬-এর বিশ্বকাপসহ অন্যান্য টুর্নামেন্টে দেখিয়েছেন। ১০ নম্বর জার্সি ছিলো যেন শুধুই তাঁরই সম্পত্তি। গ্রামে-গঞ্জে যাঁরা ১০ নম্বর জার্সি পরতো তাঁদের আমরা ম্যারাডোনা বলে ডাকতাম। আজকে ম্যারাডোনাকে সালাম।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/১১/২০২০legend...
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৭/১১/২০২০ম্যারােডানা ফুটবল বিস্ময় ছিলেন।
-
Biswanath Banerjee ২৭/১১/২০২০very good