নয়াটোলা পার্কের ময়লা ফেলার ডাম্প অপসারণ প্রসঙ্গে
মগবাজার ঢাকা শহরের একটি গুরুত্বপূর্ণ এলাকা। হাজার হাজার লোকের বসতি এই এলাকায়। এই এলাকার মানুষদের মুক্ত বাতাস নেয়ার একটি স্থান হলো নয়াটোলা পার্ক। কিন্তু এই পার্কে তৈরি করা হয়েছে একটি ময়লা ফেলার ডাম্প। এই ডাম্পের গন্ধে এলাকার পরিবেশ বিনষ্ট হয়েছে। এলাকার পরিবেশ রক্ষার্থে দ্রুততম সময়ে নয়াটোলা পার্কের ময়লা ফেলার ডাম্প অপসারণ করার দাবি জানাচ্ছি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১১/২০২০যথাযথ-পক্ষকে জানাতে হবে।
-
ফয়জুল মহী ২৪/১১/২০২০Good post
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৪/১১/২০২০valuable post