সমবায়ী সংগঠক ও বিশিষ্ট সমবায়ী নেতা প্রয়াত জন এফ রড্রিক্সের প্রতি শেষ শ্রদ্ধা
আজ সকাল ৯ঃ০০ ঘটিকায় তেজগাঁও কাথলিক চার্চে বিশিষ্ট সংগঠক ও সমবায়ী নেতা প্রয়াত জন এফ রড্রিক্সের প্রতি শেষ শ্রদ্ধা জানানোর জন্য রাখা হয়। তাঁকে নাগরী কাথলিক চার্চের কবরস্থানে সমাহিত করা হবে।
তিনি কালব,ঢাকা ক্রেডিট,হাউজিং সোসাইটি, নাগরী ক্রেডিট, মনিং স্টার সমিতিসহ অনেক প্রতিষ্ঠানে সেবা দিয়েছেন। তিনি ২০১০ খ্রীষ্টাব্দে এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়ন (আকু) এর প্রেসিডেন্ট ছিলেন। তখন আমি আকু থেকে ডেভেলপমেন্ট এডুকেটর কোর্স করি। সম্ভবত তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে আকুর প্রেসিডেন্ট হন।
আমরা তাঁকে সবসময় স্মরণ রাখবো এবং তার ভালো কাজগুলো করার চেষ্টা করবো।
তিনি কালব,ঢাকা ক্রেডিট,হাউজিং সোসাইটি, নাগরী ক্রেডিট, মনিং স্টার সমিতিসহ অনেক প্রতিষ্ঠানে সেবা দিয়েছেন। তিনি ২০১০ খ্রীষ্টাব্দে এশিয়ান কনফেডারেশন অব ক্রেডিট ইউনিয়ন (আকু) এর প্রেসিডেন্ট ছিলেন। তখন আমি আকু থেকে ডেভেলপমেন্ট এডুকেটর কোর্স করি। সম্ভবত তিনিই প্রথম বাংলাদেশী হিসেবে আকুর প্রেসিডেন্ট হন।
আমরা তাঁকে সবসময় স্মরণ রাখবো এবং তার ভালো কাজগুলো করার চেষ্টা করবো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১০/২০২০সাধক মানুষ।
-
শ.ম. শহীদ ৩০/১০/২০২০তাঁর আত্মার শান্তি কামনা করি।
-
আব্দুর রহমান আনসারী ৩০/১০/২০২০সুন্দর