দুর্গাপূজা ও মাস্ক ছাড়া সেবা নাই
দুর্গাপূজা
বছর ঘুরে দুর্গাপূজা
এসেছে মোদের ঘরে,
করোনার মহা তান্ডবে
আনন্দ না ধরে।
স্বাস্থ্য বিধি মেনে মোরা
পূজা করবো পালন,
করোনা বিস্তার মোরা
করবো না আর লালন।
২২/১০/২০
(২)
মাস্ক ছাড়া সেবা নাই
সেবা যদি পেতে চান
মাস্ক পরা চাই,
মাস্ক ছাড়া এদেশে
কোন সেবা নাই।
বছর ঘুরে দুর্গাপূজা
এসেছে মোদের ঘরে,
করোনার মহা তান্ডবে
আনন্দ না ধরে।
স্বাস্থ্য বিধি মেনে মোরা
পূজা করবো পালন,
করোনা বিস্তার মোরা
করবো না আর লালন।
২২/১০/২০
(২)
মাস্ক ছাড়া সেবা নাই
সেবা যদি পেতে চান
মাস্ক পরা চাই,
মাস্ক ছাড়া এদেশে
কোন সেবা নাই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৩/১০/২০২০চমৎকার
-
জীবন রহমান ২৩/১০/২০২০সুন্দর
-
ফয়জুল মহী ২২/১০/২০২০শুভেচ্ছা আপনাকে