আলু
হায় আমাদের আলু
ও ভাই, হায় আমাদের আলু,
তুমি ছিলে আমাদের কাছে
মরা নদীর বালু।
ভ্যান গাড়ীতে অযতনে
থাকতে তুমি পড়ে,
কাষ্টমারের অবহেলায়
যেতে তুমি মরে।
আজ তুমি হয়ে গেছ
মহা মূল্যবান,
তোমায় দেখে অন্য তরকারির
বাড়ে যে সম্মান!
-স্বপন রোজারিও, ১৬/১০/২০
ও ভাই, হায় আমাদের আলু,
তুমি ছিলে আমাদের কাছে
মরা নদীর বালু।
ভ্যান গাড়ীতে অযতনে
থাকতে তুমি পড়ে,
কাষ্টমারের অবহেলায়
যেতে তুমি মরে।
আজ তুমি হয়ে গেছ
মহা মূল্যবান,
তোমায় দেখে অন্য তরকারির
বাড়ে যে সম্মান!
-স্বপন রোজারিও, ১৬/১০/২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
শ.ম.ওয়াহিদুজ্জামান ২৬/১০/২০২০সবকিছুর দামই তো বাড়ছে ভাই। শুধু মানুষ অবহেলায় পরে আছে।
-
Md. Rayhan Kazi ১৮/১০/২০২০দারুন
-
সাইয়িদ রফিকুল হক ১৬/১০/২০২০আলু-আলু।
-
Md. Jahangir Hossain ১৬/১০/২০২০চমৎকার।
-
আব্দুর রহমান আনসারী ১৬/১০/২০২০বেশ ভালো
-
পি পি আলী আকবর ১৬/১০/২০২০অসাধারণ
-
ফয়জুল মহী ১৬/১০/২০২০অসাধারণ