আলুর মূল্য বৃদ্ধি অযৌক্তিক
এক মাসের বেশী সময় ধরে পেঁয়াজের বাজারে আগুন! কেজি প্রতি দাম সেঞ্চুরী করেছে। বিগত বছর পেঁয়াজের দাম আরও বেশী ছিলো। পেঁয়াজের দাম বাড়ার পেছনে একটি খোঁড়া যুক্তি দেয়া হয় যে, পেঁয়াজ আমদানী নির্ভর। যদিও এ যুক্তির কোন মূল্য নেই।
অপরদিকে চালের দাম বাড়ার পেছনেও পেঁয়াজের দাম বাড়ার মত খোঁড়া যুক্তি প্রদর্শন করা হয়। কিন্তু এর ভিতরে প্রকৃতপক্ষে কি আছে তার অনুসন্ধান কেউ করে না!
বর্তমানে আলুর বাজার চড়া। ২৫ টাকা কেজি আলু এখন ৫৫ টাকা। আলুর দাম বাড়ার যুক্তি কি? পেঁয়াজ বা চালের দাম বাড়ানোর মত খোঁড়া যুক্তিও এখানে খাটে না। অর্থাৎ আলু আমদানী নির্ভর নয়। আলু উৎপাদন আমাদের চাহিদার চেয়ে বেশী। সুতরাং আলুর দাম তো কমা উচিত। তবে আলুর দামের এ বৃদ্ধি কেন?
১৫/১০/২০
অপরদিকে চালের দাম বাড়ার পেছনেও পেঁয়াজের দাম বাড়ার মত খোঁড়া যুক্তি প্রদর্শন করা হয়। কিন্তু এর ভিতরে প্রকৃতপক্ষে কি আছে তার অনুসন্ধান কেউ করে না!
বর্তমানে আলুর বাজার চড়া। ২৫ টাকা কেজি আলু এখন ৫৫ টাকা। আলুর দাম বাড়ার যুক্তি কি? পেঁয়াজ বা চালের দাম বাড়ানোর মত খোঁড়া যুক্তিও এখানে খাটে না। অর্থাৎ আলু আমদানী নির্ভর নয়। আলু উৎপাদন আমাদের চাহিদার চেয়ে বেশী। সুতরাং আলুর দাম তো কমা উচিত। তবে আলুর দামের এ বৃদ্ধি কেন?
১৫/১০/২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২১/০৭/২০২৩সঠিকই বলেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৬/১০/২০২০right
-
ফয়জুল মহী ১৫/১০/২০২০Good post