www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

কয়েকটি কবিতা

(১)

নারী নির্যাতন, পৃথিবী কি শেষ দিকে!

সিলেটে তরুণী ধর্ষণের ক্ষত না শুকাতেই আবার ফেনীতে নারী নির্যাতনের শিকার হল।
ভাবতেও অবাক লাগে, আমরা কোথায় যাচ্ছি??
নারী ও শিশু অধিকার এ দেশে দন্ডনীয় অপরাধ।
আর তা জেনেও আমরা নারী ও শিশুদের অহরহ নির্যাতন করে যাচ্ছি।
পবিত্র ধর্মগ্রন্থে পৃথিবী শেষ হওয়ার পূর্বে কিছু ধ্বংসাত্মক ঘটনা ঘটবে বলে লিপিবদ্ধ আছে।
এই ধরনের আলামত আমরা কিন্তু দেখতে পাচ্ছি।
তাহলে পৃথিবী কি শেষ দিকে চলে এসেছে???
আমরা নারী নির্যাতনকারীদের উপযুক্ত বিচার চাই।
স্বপন রোজারিও, ০৮/১০/২০

(২)
আবার পেঁয়াজ কাণ্ড !

আবারও ঘটে গেছে
পেঁয়াজের ঐ কাণ্ড,
কেউ বা আবার এই সুযোগে
ভরে নিচ্ছে ভান্ড!
১৪/১০/২০

(৩)
জাতীয় বেইমান

কেন তোমরা করে যাচ্ছ
নারী জাতিকে অসম্মান?
নেক্কারজনক কাজ করে
হয়েছে জাতীয় বেইমান।
-স্বপন রোজারিও, ১০/১০/২০

(৪)

পাশবিকতা

পাশবিকতার শিকার
আমার দেশের নারী,
শুধাই ধর্ষককুল
কখন যাবে বাড়ি?

(৫)

রোহিঙ্গা

রোহিঙ্গাদের জায়গা হয়েছে
মানবতার তরে,
এখন তাহলে কেন তারা
ঝগড়া করে মরে?

(৬)

খুঁজে মরি
চারিদিকে খুঁজে মরি
পাই না তোমার দেখা,
মনের মাঝে এঁকে গেলে
বিরাট একটা রেখা।।
০৩/১০/২০
বিষয়শ্রেণী: কবিতা
ব্লগটি ২৯১ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৪/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

 
Quantcast