www.tarunyo.com

সাম্প্রতিক মন্তব্যসমূহ

আমরা এমন কেন

আমরা রাস্তার পাশের কলাওয়ালার কাছ থেকে কলা কেনার সময় অনেক দাম-দর করি। তাকে ১০ টাকা কম দিতে পারলে গৌরব বোধ করি।
যে রিক্সাওয়ালা ভাই মাথার ঘাম পায়ে ফেলে আমাকে অফিসে নিয়ে এলো, তাকে ৬০ টাকার ভাড়া ৫০ টাকা দিতে পারলে ( ১০ টাকা কম দিয়ে ) কৃতিত্ব অনুভব করি।
মেনতি (যিনি ক্রয়কৃত তরকারি বহন করে ) ভাইকে ৫০ টাকার কথা বলে সবজি বহন করিয়ে ৪০ টাকা দিয়ে ( ১০ টাকা কম দিয়ে ) খুব খুশী হই।
এই আমরাই আবার ৫ তারকা হোটেলে গিয়ে কিছু খেয়ে ৯৫০০ টাকার বিলের বিপরীতে ১০০০০ টাকা দিয়ে চলে আসি। কোন কিছু বলি না মান-সম্মানের ভয়ে।
গরীব মানুষকে আমরা ১০ টাকা দিতে পারি না অথচ হোটেলে গিয়ে ৫০০ টাকা এমনিতেই দিয়ে আসি। টু শব্দটি করি না।
আমরা এমন কেন?
বিষয়শ্রেণী: অন্যান্য
ব্লগটি ৩০৭ বার পঠিত হয়েছে।
প্রকাশের তারিখ: ১৩/১০/২০২০

মন্তব্য যোগ করুন

এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।

Use the following form to leave your comment on this post.

মন্তব্যসমূহ

  • ফয়জুল মহী ১৪/১০/২০২০
    Tik bolecen
  • যথার্থই বলেছেন
  • nice
 
Quantcast