আমরা এমন কেন
আমরা রাস্তার পাশের কলাওয়ালার কাছ থেকে কলা কেনার সময় অনেক দাম-দর করি। তাকে ১০ টাকা কম দিতে পারলে গৌরব বোধ করি।
যে রিক্সাওয়ালা ভাই মাথার ঘাম পায়ে ফেলে আমাকে অফিসে নিয়ে এলো, তাকে ৬০ টাকার ভাড়া ৫০ টাকা দিতে পারলে ( ১০ টাকা কম দিয়ে ) কৃতিত্ব অনুভব করি।
মেনতি (যিনি ক্রয়কৃত তরকারি বহন করে ) ভাইকে ৫০ টাকার কথা বলে সবজি বহন করিয়ে ৪০ টাকা দিয়ে ( ১০ টাকা কম দিয়ে ) খুব খুশী হই।
এই আমরাই আবার ৫ তারকা হোটেলে গিয়ে কিছু খেয়ে ৯৫০০ টাকার বিলের বিপরীতে ১০০০০ টাকা দিয়ে চলে আসি। কোন কিছু বলি না মান-সম্মানের ভয়ে।
গরীব মানুষকে আমরা ১০ টাকা দিতে পারি না অথচ হোটেলে গিয়ে ৫০০ টাকা এমনিতেই দিয়ে আসি। টু শব্দটি করি না।
আমরা এমন কেন?
যে রিক্সাওয়ালা ভাই মাথার ঘাম পায়ে ফেলে আমাকে অফিসে নিয়ে এলো, তাকে ৬০ টাকার ভাড়া ৫০ টাকা দিতে পারলে ( ১০ টাকা কম দিয়ে ) কৃতিত্ব অনুভব করি।
মেনতি (যিনি ক্রয়কৃত তরকারি বহন করে ) ভাইকে ৫০ টাকার কথা বলে সবজি বহন করিয়ে ৪০ টাকা দিয়ে ( ১০ টাকা কম দিয়ে ) খুব খুশী হই।
এই আমরাই আবার ৫ তারকা হোটেলে গিয়ে কিছু খেয়ে ৯৫০০ টাকার বিলের বিপরীতে ১০০০০ টাকা দিয়ে চলে আসি। কোন কিছু বলি না মান-সম্মানের ভয়ে।
গরীব মানুষকে আমরা ১০ টাকা দিতে পারি না অথচ হোটেলে গিয়ে ৫০০ টাকা এমনিতেই দিয়ে আসি। টু শব্দটি করি না।
আমরা এমন কেন?
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়জুল মহী ১৪/১০/২০২০Tik bolecen
-
আব্দুর রহমান আনসারী ১৪/১০/২০২০যথার্থই বলেছেন
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ১৪/১০/২০২০nice