আমি কোভিড-১৯ নেগেটিভ
কিছুক্ষণ আগে এসএমএস পেলাম, আমি কোভিড-১৯ নেগেটিভ। মহান সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই তাঁর অপার করুণার জন্য। আমি হয়তো বা চলেও যেতে পারতাম সেই নি:সীম অন্ধকারে। পরম করুণাময়ই আমাকে রক্ষা করেছেন এবং আমি তা-ই মানি।
আমি ৬ সেপ্টেম্বর, ২০২০ রাতে প্রথম জ্বরে আক্রান্ত হই। ৭ এবং ৮ সেপ্টেম্বর অফিস কামাই দেই। কিছুটা ভালো লাগায় আমি ৯ এবং ১০ সেপ্টেম্বর আবার অফিসে যাই। ১০ সেপ্টেম্বর অফিসে থাকাকালীন সময়েই আবার কিছুটা জ্বর জ্বর অনুভব করি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত এভাবে চলতে থাকে। ১২ সেপ্টেম্বর কোভিড-১৯ এর টেস্ট দেই। আর ১৫ সেপ্টেম্বর টেস্টের ফলাফলে আমি কোভিড-১৯ পজেটিভ হই। এর মধ্যে আমার জ্বর ছাড়া অন্য কোন সিমটম ছিলো না। এরই মধ্যে আমি ডা. আল-আমিন ও ডা. পল্লব -এর স্মরনাপন্ন হই এবং তাদের উপদেশ গ্রহণ করি।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় আমার বন্দি জীবন। আমি পরিবারের সবাইকে ছেড়ে একঘরে হয়ে যাই। মনে হয়েছে, আমি এক অন্ধ কূপের মধ্যে বসবাস করছি। মানুষ যেমন কারাগারে থাকে, আর এটাই ছিলো যেন আমার কারাগারের জীবন।
আমি আলাদা হয়ে ডাক্তারদের পরামর্শে চলতে থাকি। ঔষধ ও খাওয়া-দাওয়া ঠিক রাখি। প্রতিদিন গরম পানির ভাব নেই এবং আদার চা খাই। ভিটামিন-সি যুক্ত খাবার খাই। এভাবে কিছু দিন চলার পর আমি আস্তে আস্তে সুস্থ্যতার দিকে অগ্রসর হই। শ্বাসকষ্ট আমার হয় নি।
অবস্থা ভালোর দিকে যাওয়ায় ২৬ সেপ্টেম্বর আবার টেস্ট দেই। আজ ২৮ সেপ্টেম্বর কোভিড-১৯ নেগেটিভ-এর ফলাফল পাই।
যারা আমাকে ফোন করে বা বিভিন্নভাবে ম্যাসেজ দিয়ে সাহস ও উৎসাহ যুগিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার অফিসের কর্মকর্তা-সহকর্মী , আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা আমাকে প্রার্থনায় সবসময় স্মরণ করেছেন তাদেরও জানাই কৃতজ্ঞতা। আমার পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানাই তাদের ত্যাগস্বীকারের জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার স্ত্রীকে যিনি আমাকে সবসময় সেবা করে ভালো করে তুলেছেন। আমি শেষবার করুণাময়কে আবারও ধন্যবাদ জানাই, কারণ আমার স্ত্রী আমার সেবা করার পরও কোভিড -১৯ পজেটিভ হন নি।
-স্বপন রোজারিও, ২৮/০৯/২০
আমি ৬ সেপ্টেম্বর, ২০২০ রাতে প্রথম জ্বরে আক্রান্ত হই। ৭ এবং ৮ সেপ্টেম্বর অফিস কামাই দেই। কিছুটা ভালো লাগায় আমি ৯ এবং ১০ সেপ্টেম্বর আবার অফিসে যাই। ১০ সেপ্টেম্বর অফিসে থাকাকালীন সময়েই আবার কিছুটা জ্বর জ্বর অনুভব করি। ১২ সেপ্টেম্বর পর্যন্ত এভাবে চলতে থাকে। ১২ সেপ্টেম্বর কোভিড-১৯ এর টেস্ট দেই। আর ১৫ সেপ্টেম্বর টেস্টের ফলাফলে আমি কোভিড-১৯ পজেটিভ হই। এর মধ্যে আমার জ্বর ছাড়া অন্য কোন সিমটম ছিলো না। এরই মধ্যে আমি ডা. আল-আমিন ও ডা. পল্লব -এর স্মরনাপন্ন হই এবং তাদের উপদেশ গ্রহণ করি।
১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয় আমার বন্দি জীবন। আমি পরিবারের সবাইকে ছেড়ে একঘরে হয়ে যাই। মনে হয়েছে, আমি এক অন্ধ কূপের মধ্যে বসবাস করছি। মানুষ যেমন কারাগারে থাকে, আর এটাই ছিলো যেন আমার কারাগারের জীবন।
আমি আলাদা হয়ে ডাক্তারদের পরামর্শে চলতে থাকি। ঔষধ ও খাওয়া-দাওয়া ঠিক রাখি। প্রতিদিন গরম পানির ভাব নেই এবং আদার চা খাই। ভিটামিন-সি যুক্ত খাবার খাই। এভাবে কিছু দিন চলার পর আমি আস্তে আস্তে সুস্থ্যতার দিকে অগ্রসর হই। শ্বাসকষ্ট আমার হয় নি।
অবস্থা ভালোর দিকে যাওয়ায় ২৬ সেপ্টেম্বর আবার টেস্ট দেই। আজ ২৮ সেপ্টেম্বর কোভিড-১৯ নেগেটিভ-এর ফলাফল পাই।
যারা আমাকে ফোন করে বা বিভিন্নভাবে ম্যাসেজ দিয়ে সাহস ও উৎসাহ যুগিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার অফিসের কর্মকর্তা-সহকর্মী , আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব যারা আমাকে প্রার্থনায় সবসময় স্মরণ করেছেন তাদেরও জানাই কৃতজ্ঞতা। আমার পরিবারের সদস্যদেরও ধন্যবাদ জানাই তাদের ত্যাগস্বীকারের জন্য। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমার স্ত্রীকে যিনি আমাকে সবসময় সেবা করে ভালো করে তুলেছেন। আমি শেষবার করুণাময়কে আবারও ধন্যবাদ জানাই, কারণ আমার স্ত্রী আমার সেবা করার পরও কোভিড -১৯ পজেটিভ হন নি।
-স্বপন রোজারিও, ২৮/০৯/২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ৩০/০৯/২০২০দারুণ
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ২৯/০৯/২০২০ধন্যবাদ অবস্থাটা শেয়ার করার জন্য। না বললে তো কেউ জানতে পারবে না।
আপনি মহান আল্লাহর কৃপায় সুস্থ হয়েছেন খুব ভাল লাগলো। আলহামদুলিল্লাহ।
সাথে কবি পত্নিকেও ধন্যাবাদ যিনি ভালোবাসা উজাড় করে সেবা দিয়েছেন। -
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৯/২০২০awesome...
-
ফয়জুল মহী ২৮/০৯/২০২০Good. Best wishes
-
আব্দুর রহমান আনসারী ২৮/০৯/২০২০দারুন লেখনী