হে করুণাময় প্রার্থনা কি শুনবে না আমার
হয়তোবা হারিয়েও যেতে পারতাম একেবারে,
যেখান থেকে আর ফেরা আদৌ সম্ভব নয়,
একটি নীল দেশে, কবিরা নেই, নেই কলবর,
একটি দেশ সীমাহীন, ঠিকানাবিহীন,
স্বর্গ আর নরকেরা খেলা,
হুর পরি ও শয়তানের মেলা,
সংসার ধর্মের ভালো কাজগুলো স্বর্গতুল্য,
আর খারাপ কাজের জন্য নিশ্চিত নরকবাস,
পড়ে আছে সেখানে শুধু কবিতার অসীম উপাদান,
সম্পদের বিশাল পাহাড়, শুধু ভোগকারীর অভাব,
কিন্তু আমি তো যেতে চাই না অন্ধকারে ,
থাকতে চাই এ বাংলার আলোয়,
আরো বেশী বেশী দিন, শত কিংবা সহস্র বছর
হে করুণাময়, প্রার্থনা কি শুনবে না আমার?
স্বপন রোজারিও, ২৬/০৯/২০২০
যেখান থেকে আর ফেরা আদৌ সম্ভব নয়,
একটি নীল দেশে, কবিরা নেই, নেই কলবর,
একটি দেশ সীমাহীন, ঠিকানাবিহীন,
স্বর্গ আর নরকেরা খেলা,
হুর পরি ও শয়তানের মেলা,
সংসার ধর্মের ভালো কাজগুলো স্বর্গতুল্য,
আর খারাপ কাজের জন্য নিশ্চিত নরকবাস,
পড়ে আছে সেখানে শুধু কবিতার অসীম উপাদান,
সম্পদের বিশাল পাহাড়, শুধু ভোগকারীর অভাব,
কিন্তু আমি তো যেতে চাই না অন্ধকারে ,
থাকতে চাই এ বাংলার আলোয়,
আরো বেশী বেশী দিন, শত কিংবা সহস্র বছর
হে করুণাময়, প্রার্থনা কি শুনবে না আমার?
স্বপন রোজারিও, ২৬/০৯/২০২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২৮/০৯/২০২০আমিন
-
আব্দুর রহমান আনসারী ২৬/০৯/২০২০অনুপম
-
ফয়জুল মহী ২৬/০৯/২০২০Ameen