হয়তোবা
হয়তোবা হারিয়েও যেতে পারতাম একেবারে,
যেখান থেকে আর ফেরা আদৌ সম্ভব ছিলো না,
একটা নীল দেশে, যেখানে কবিরা নেই, নেই কলবর,
পড়ে আছে শুধু কবিতার অসীম উপাদান,
সম্পদের বিশাল পাহাড়, শুধু ভোগকারীর অভাব,
কিন্তু আমি সেখানে যেতে চাই না, থাকতে চাই এ বাংলায়,
আরো বেশী বেশী দিন, হে আমার করুণাময়।
23/09/2020
যেখান থেকে আর ফেরা আদৌ সম্ভব ছিলো না,
একটা নীল দেশে, যেখানে কবিরা নেই, নেই কলবর,
পড়ে আছে শুধু কবিতার অসীম উপাদান,
সম্পদের বিশাল পাহাড়, শুধু ভোগকারীর অভাব,
কিন্তু আমি সেখানে যেতে চাই না, থাকতে চাই এ বাংলায়,
আরো বেশী বেশী দিন, হে আমার করুণাময়।
23/09/2020
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Jahangir Hossain ২৩/০৯/২০২০প্রিয় কবিকে হারাতে চাইনা কিছুতেই।
-
সাইয়িদ রফিকুল হক ২৩/০৯/২০২০ভালো লাগলো।
-
ফয়জুল মহী ২৩/০৯/২০২০বাহ্ চমৎকার