করোনা আসলে কমেছে এটা বলা যাবে না
আপাত দৃষ্টিতে করোনা শনাক্তের হার কিছুটা কমেছে বলে মনে হয়। বেশি টেস্ট না করার ফলেও এমনটি হতে পারে বলে বিশেষজ্ঞদের মতামত। প্রকৃত পক্ষে করোনা কমেনি। শনাক্তের হার ৫% এর কম না হলে বলা যাবে না যে করোনা কমেছে। তাছাড়া দ্বিতীয় বা তৃতীয় পর্যায়েও এ করোনা আঘাত হানতে পারে। আসন্ন শীতে করোনা হিংস্র রুপ ধারন করতে পারে। সুতরাং করোনা কমেছে তা বলার সময় এখনও আসেনি।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২১/১০/২০২০অজনা আতঙ্কে জীবন
-
সাইয়িদ রফিকুল হক ০৪/০৯/২০২০সেইটাই ভয়ের।
শীতের সময় কী যে হবে! -
বোরহানুল ইসলাম লিটন ০৪/০৯/২০২০জন সচেতনতা আরো বৃদ্ধি করা প্রয়োজন।
-
ফয়জুল মহী ০৩/০৯/২০২০Right