মানুষের যত সমস্যা
সারা বিশ্বে করোনা ভাইরাস মহামারিতে লক্ষ লক্ষ মানুষ মৃত্যুবরণ করেছে। কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে এই সর্বনাশী ভাইরাসে।
বাংলাদেশেও এই ভাইরাসে মারা গেছে ৪ হাজার ১৭৪ জন। আজকে পর্যন্ত শনাক্ত ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।
অন্য দিকে বন্যায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বনিবন্দী জীবন কাটাচ্ছে। অনেক মানুষ মারা গেছেন এ বন্যায়। অনেকে আবার রোগ-বালাইকে সঙ্গে নিয়ে কোন রকমে টিকে আছে।
এরুপ বহুবিধ কারণে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম অনেক বেড়ে গেছে। বলতে গেলে ক্রয় ক্ষমতার একেবারে বাইরে। প্রতি কেজি চালে ২/৩ টাকা করে বেড়ে গেছে। প্রতি কেজি সবজি ৫০ টাকার নীচে পাওয়া যাচ্ছে না। ভোজ্য তেলের দামও বেড়ে গেছে।
কিন্তু দু:খের বিষয়, মানুষের আয়-রোজগার কিন্তু এক পয়সাও বাড়েনি। বরং তা কমে গেছে অনেকের ক্ষেত্রেই। ফলে মানুষ চরম সমস্যায় পড়েছে। সরকারসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
২৮/৮/২০
বাংলাদেশেও এই ভাইরাসে মারা গেছে ৪ হাজার ১৭৪ জন। আজকে পর্যন্ত শনাক্ত ৩ লাখ ৬ হাজার ৭৯৪ জন।
অন্য দিকে বন্যায় বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ বনিবন্দী জীবন কাটাচ্ছে। অনেক মানুষ মারা গেছেন এ বন্যায়। অনেকে আবার রোগ-বালাইকে সঙ্গে নিয়ে কোন রকমে টিকে আছে।
এরুপ বহুবিধ কারণে দেশের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম অনেক বেড়ে গেছে। বলতে গেলে ক্রয় ক্ষমতার একেবারে বাইরে। প্রতি কেজি চালে ২/৩ টাকা করে বেড়ে গেছে। প্রতি কেজি সবজি ৫০ টাকার নীচে পাওয়া যাচ্ছে না। ভোজ্য তেলের দামও বেড়ে গেছে।
কিন্তু দু:খের বিষয়, মানুষের আয়-রোজগার কিন্তু এক পয়সাও বাড়েনি। বরং তা কমে গেছে অনেকের ক্ষেত্রেই। ফলে মানুষ চরম সমস্যায় পড়েছে। সরকারসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ সমস্যা থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
২৮/৮/২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আব্দুর রহমান আনসারী ২৯/০৮/২০২০মানুষের অবয়বে পশুত্বের প্রকাশ
-
শফিকুল মুহাম্মদ ইসলাম ২৯/০৮/২০২০Bastom sommot kotha tule dhorechen priyo kobi.
Onek onek shuvkamona roilo -
সাইয়িদ রফিকুল হক ২৮/০৮/২০২০দেশের ব্যবসায়ীরা অমানুষ।
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৮/০৮/২০২০important post
-
ফয়জুল মহী ২৮/০৮/২০২০কোমল হাতের পরশ।