ক্ষমা করতে পারি না
আমি বঙ্গবন্ধুর নিষ্ঠুর খুনিদের ক্ষমা করতে পারি না,
কেমন করে তারা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেছিলো?
আমার মাথায় আসে না।
বঙ্গবন্ধু তো একটা জাতির নাম,
কিভাবে তারা পারলো একটি জাতিকে ধ্বংস করতে?
বঙ্গবন্ধু তো একটা দেশের মানচিত্র,,
কিভাবে তারা পারলো একটি মানচিত্রকে খন্ডিত করতে?
বঙ্গবন্ধু তো একটা পতাকা,
কিভাবে তারা পবিত্র পতাকাকে পুড়ে ফেলতে পারলো?
বঙ্গবন্ধুর হত্যাকারীরা ইতিহাসের নিকৃষ্টতম কীট,
আমি বঙ্গবন্ধুর নিষ্ঠুর খুনিদের ক্ষমা করতে পারি না।
-স্বপন রোজারিও, মধুবাগ, ঢাকা, ২৪/৮/২০
কেমন করে তারা জাতির পিতাকে স্বপরিবারে হত্যা করেছিলো?
আমার মাথায় আসে না।
বঙ্গবন্ধু তো একটা জাতির নাম,
কিভাবে তারা পারলো একটি জাতিকে ধ্বংস করতে?
বঙ্গবন্ধু তো একটা দেশের মানচিত্র,,
কিভাবে তারা পারলো একটি মানচিত্রকে খন্ডিত করতে?
বঙ্গবন্ধু তো একটা পতাকা,
কিভাবে তারা পবিত্র পতাকাকে পুড়ে ফেলতে পারলো?
বঙ্গবন্ধুর হত্যাকারীরা ইতিহাসের নিকৃষ্টতম কীট,
আমি বঙ্গবন্ধুর নিষ্ঠুর খুনিদের ক্ষমা করতে পারি না।
-স্বপন রোজারিও, মধুবাগ, ঢাকা, ২৪/৮/২০
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Md. Rayhan Kazi ২৭/০৮/২০২০অনন্য লেখনশৈলী
-
আব্দুর রহমান আনসারী ২৫/০৮/২০২০সব অপরাধের ক্ষমা নেই
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৫/০৮/২০২০heart touching poem...
-
ফয়জুল মহী ২৪/০৮/২০২০মনোরম ও মনোহর লিপি ।