লকডাউন ১
দেশের কিছু জায়গাকে রেড জোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে।এর মধ্যে ঢাকার পূর্ব রাজাবাজার অন্যতম। এজন্য সরকারকে ধন্যবাদ জানাই। আমার ব্যক্তিগত মতামত হল- লকডাউন ঘোষণা সারাদেশে করা হলে ভাল হত। কারণ এখন যেখানে লকডাউন করা হয়েছে সেই এলাকার লকডাউন শেষ হলে সেই এলাকার জনসাধারণ প্রয়োজনে অন্য এলাকায় গিয়ে আবার করোনা নিয়ে বাসায় আসবে। সারা দেশে লকডাউন করা হলে এই সুযোগ কম থাকবে। সরকার বিষয়টি ভেবে দেখতে পারে। সারা দেশে লকডাউন একবারে দিয়ে একবারেই লকডাউন শেষ করা হলে বেশী সুফল আসবে বলে আমার ধারণা। ধন্যবাদ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ১২/০৬/২০২০অসাধারণ লিখেছেন
-
কবীর হুমায়ূন ১১/০৬/২০২০লকডাউন ঘোষণা দিলেই কার্যকর হয় না। যতদিন, আমরা মানসিকভাবে লকডাউন করবো না; ততদিন, সরকারী ঘোষণায় কোন কাজ হবে না। শুভ কামনা।
-
গোলাম কিবরিয়া সৌখিন ১১/০৬/২০২০ভিন্নমত পোষণ করছি।
-
সাইয়িদ রফিকুল হক ১১/০৬/২০২০সব লকডাউন চাই।
-
সঞ্জয় শর্মা ১১/০৬/২০২০সহমত।
-
ইতি হালদার ১১/০৬/২০২০দারুণ লেখা।
-
ফয়জুল মহী ১১/০৬/২০২০সাবলীল সুন্দর উপস্থাপন । ।