দুটি কবিতা
(১)
স্বাধীনতা-পরাধীনতা
অন্যের বিঘ্ন ঘটিয়ে
কিসের স্বাধীনতা?
স্বার্থপর স্বাধীনতা
নয় কি পরাধীনতা?
(২)
বাস চলবে আবার
দুই মাসের অধিক সময় পর, বাস চলবে আবার,
সুযোগ হবে জনসাধারণের, গণপরিবহণে যাবার।
অনেক দিন পর, শুরু হয়েছে পরিবহণ ধোঁয়ার কাজ,
এটা নাই,ওটা নাই ভেবে মাথায় পড়েছে যে বাজ।
এতো লম্বা লকডাউনে, পকেট হয়েছে ভাই ফাঁকা,
এতো কষ্টের পরেও চক্ষুজলকে যায় কি বেঁধে রাখা?
অর্ধেক যাত্রী নিয়ে এ মহামারিতে চালাতে হবে বাস,
বাসে সবাইকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক।
গণপরিবহনে স্বাস্থ্য ব্যবস্থা, না হয় যদি ভাই মানা,
করুণ হবে বাংলাদেশের অবস্থা, সবারই তা জানা।
গণপরিবহন চালানোর সিদ্ধান্তটা তখনই সঠিক হবে,
স্বাস্থ্য বিধি মান্য করে মানুষ যখন গণপরিবহনে রবে।
৩০/৫/২০ (মধুবাগ, ঢাকা)
স্বাধীনতা-পরাধীনতা
অন্যের বিঘ্ন ঘটিয়ে
কিসের স্বাধীনতা?
স্বার্থপর স্বাধীনতা
নয় কি পরাধীনতা?
(২)
বাস চলবে আবার
দুই মাসের অধিক সময় পর, বাস চলবে আবার,
সুযোগ হবে জনসাধারণের, গণপরিবহণে যাবার।
অনেক দিন পর, শুরু হয়েছে পরিবহণ ধোঁয়ার কাজ,
এটা নাই,ওটা নাই ভেবে মাথায় পড়েছে যে বাজ।
এতো লম্বা লকডাউনে, পকেট হয়েছে ভাই ফাঁকা,
এতো কষ্টের পরেও চক্ষুজলকে যায় কি বেঁধে রাখা?
অর্ধেক যাত্রী নিয়ে এ মহামারিতে চালাতে হবে বাস,
বাসে সবাইকে বাধ্যতামূলকভাবে পড়তে হবে মাস্ক।
গণপরিবহনে স্বাস্থ্য ব্যবস্থা, না হয় যদি ভাই মানা,
করুণ হবে বাংলাদেশের অবস্থা, সবারই তা জানা।
গণপরিবহন চালানোর সিদ্ধান্তটা তখনই সঠিক হবে,
স্বাস্থ্য বিধি মান্য করে মানুষ যখন গণপরিবহনে রবে।
৩০/৫/২০ (মধুবাগ, ঢাকা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সঞ্জয় শর্মা ১৪/০৬/২০২০
-
কে এম শাহ্ রিয়ার ৩১/০৫/২০২০সময়োপযোগী লিখা! ভালো লাগলো!
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ৩১/০৫/২০২০সুন্দর লেখনী
-
বোরহানুল ইসলাম লিটন ৩১/০৫/২০২০অনবদ্য উপস্থাপন।
-
মশিউর ইসলাম (বিব্রত কবি) ৩০/০৫/২০২০এ এক অসাধারণ লেখনী
-
রহমতুল্লাহ লিখন ৩০/০৫/২০২০দুরন্ত কাব্যময়তা
-
মোঃ হাবিবুল হক চয়ন (নিরব নির্বাসন) ৩০/০৫/২০২০অসাধারন বাস্তবতার উপস্থাপনা।😍
-
শঙ্খজিৎ ভট্টাচার্য ২৯/০৫/২০২০অনবদ্য উপস্থাপনা।
-
ফয়জুল মহী ২৯/০৫/২০২০পড়ে অভিভূত হলাম
অন্যের বিঘ্ন না ঘটিয়ে নিজের মতো করে চলার নামই স্বাধীনতা।
শৃঙখলার সহিত সমাজের জন্য বেঁচে থাকার নামই স্বাধীনতা।
খুব ভালো লাগলো প্রিয় কবি।
শুভ কামনা রইলো অসংখ্য অসংখ্য।