ঈদ ২০২০
আজকের ঈদের দিন,থাকবে সবার মনে,
বছরের পর বছর যাবে, সাক্ষ্য দিবে জনে।
ঈদের আনন্দ যা আছে শুধু, নিরানন্দের মত,
ঘরের মধ্যে বন্দি থেকে, মরিচা ধরেছে যত।
মসজিদে গিয়ে দেখি, আগের মত লোক নাই,
নামাজ ফেলে সবার অবস্থা, বাড়ি যাই যাই।
কোন মুসলমান যাচ্ছে না প্রতিবেশির বাড়ি,
এভাবে চলতে থাকলে, আমরা বাঁচতে পাড়ি?
চারিদিকে নেই কোন মহাআনন্দের ঐ রব
কোলাহল নেই কোন দিকে, শান্ত-ভদ্র সব।
হায়রে করোনা, তুই কি দেখালি রঙ্গ খেলা,
তোর কথা ভেবে ভেবে কেটে যায় ঈদ বেলা।
ঈদের দিন, ২৫.৫.২০ (মধুবাগ, ঢাকা)
বছরের পর বছর যাবে, সাক্ষ্য দিবে জনে।
ঈদের আনন্দ যা আছে শুধু, নিরানন্দের মত,
ঘরের মধ্যে বন্দি থেকে, মরিচা ধরেছে যত।
মসজিদে গিয়ে দেখি, আগের মত লোক নাই,
নামাজ ফেলে সবার অবস্থা, বাড়ি যাই যাই।
কোন মুসলমান যাচ্ছে না প্রতিবেশির বাড়ি,
এভাবে চলতে থাকলে, আমরা বাঁচতে পাড়ি?
চারিদিকে নেই কোন মহাআনন্দের ঐ রব
কোলাহল নেই কোন দিকে, শান্ত-ভদ্র সব।
হায়রে করোনা, তুই কি দেখালি রঙ্গ খেলা,
তোর কথা ভেবে ভেবে কেটে যায় ঈদ বেলা।
ঈদের দিন, ২৫.৫.২০ (মধুবাগ, ঢাকা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শাহারুখ হোসেন ২৬/০৫/২০২০বাহ! দারুণ প্রকাশ
-
কে এম শাহ্ রিয়ার ২৫/০৫/২০২০অনেক ভালো লাগলো, ঈদের শুভেচ্ছা!
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৫/২০২০ঈদের শুভেচ্ছা।
-
ফয়জুল মহী ২৫/০৫/২০২০সুন্দর উপস্থাপন ।