এবারের অন্য রকম ঈদ
এবার বিশ্বে পালিত হবে
এক অন্য রকম ঈদ,
মানুষের মনে বাসা বেঁধেছে
করোনাভাইরাসের ভীত।
কি করবো, কোথায় যাবো
মনে নেই শান্তি,
চারিদিকে ছড়িয়ে রয়েছে
বিরাট একটা ভ্রান্তি।
দিন কেটে যায় টেলিভিশনে
নেতিবাচক খবর দেখে,
সুখ নাই ঈদের দিনে
পায়ে আলতা মেখে।
এমন ঈদ সারা জীবনে
না যেন আসে আর,
ঈদের দিন হয় যেন
আনন্দ বার বার।
২৩/৫/২০ (মধুবাগ, ঢাকা)
এক অন্য রকম ঈদ,
মানুষের মনে বাসা বেঁধেছে
করোনাভাইরাসের ভীত।
কি করবো, কোথায় যাবো
মনে নেই শান্তি,
চারিদিকে ছড়িয়ে রয়েছে
বিরাট একটা ভ্রান্তি।
দিন কেটে যায় টেলিভিশনে
নেতিবাচক খবর দেখে,
সুখ নাই ঈদের দিনে
পায়ে আলতা মেখে।
এমন ঈদ সারা জীবনে
না যেন আসে আর,
ঈদের দিন হয় যেন
আনন্দ বার বার।
২৩/৫/২০ (মধুবাগ, ঢাকা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৫/২০২০ঈদের চেয়ে জীবন বড়।
-
মোহন দাস (বিষাক্ত কবি) ২৪/০৫/২০২০Nice poem...
-
ফয়জুল মহী ২৪/০৫/২০২০অনন্য শব্দ বুনন ।l