এবারের ঈদ ও একটুখানি সচেতনতা
এবারের ঈদ
ভয়াবহ করোনার
রোধিতে বিস্তার,
বর্তমান অবস্থানে
ঈদ করি এবার।
২১।৫।২০
(২)
একটুখানি সচেতনতা
পায়ে হেঁটে হাজার জন
ছাড়ছে এবার ঢাকা,
করোনার মহামারিতেও
ঘরে যাচ্ছে না রাখা।
এবারের পবিত্র ঈদে
না যদি যাই বাড়ি,
জীবনটা বেঁচে যাবে
থাকবেনা চোখে বারি।
জীবন যদি বেঁচে থাকে
পারবো বাড়ি যেতে,
আত্মীয়র বাড়ি গিয়ে
নানা খাবার খেতে।
একটুখানি সচেতন
আমরা যদি হই,
মহামারি করোনা থেকে
নিজেরা মুক্ত রই।
২২.৫.২০ (মধুবাগ, ঢাকা)
ভয়াবহ করোনার
রোধিতে বিস্তার,
বর্তমান অবস্থানে
ঈদ করি এবার।
২১।৫।২০
(২)
একটুখানি সচেতনতা
পায়ে হেঁটে হাজার জন
ছাড়ছে এবার ঢাকা,
করোনার মহামারিতেও
ঘরে যাচ্ছে না রাখা।
এবারের পবিত্র ঈদে
না যদি যাই বাড়ি,
জীবনটা বেঁচে যাবে
থাকবেনা চোখে বারি।
জীবন যদি বেঁচে থাকে
পারবো বাড়ি যেতে,
আত্মীয়র বাড়ি গিয়ে
নানা খাবার খেতে।
একটুখানি সচেতন
আমরা যদি হই,
মহামারি করোনা থেকে
নিজেরা মুক্ত রই।
২২.৫.২০ (মধুবাগ, ঢাকা)
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
পি পি আলী আকবর ২২/০৫/২০২০সত্যিই
-
ইতি হালদার ২২/০৫/২০২০খাঁটি কথা কবি ।
-
ফয়জুল মহী ২১/০৫/২০২০Right